২০২০-০৪-২২
আমি শ্রান্ত হই, ক্লান্ত হই,
মানুষের রুক্ষ রুপ দেখে অবাক হই।
অনুসারীর দলত্যাগ, নেতার শঠতা,
আমাকে ব্যথিত করে,
প্রতিষ্ঠান প্রধানের গাফিলতি
আমাকে হতবাক করে।
বন্ধুর ভনিতা সে তো দেখার মত জিনিস,
আত্নীয়ের আত্নীয়তা সেও রহস্যময়।
ধরিত্রী এত রুপ তোমার?
এত রহস্য তোমার!!!
এইদিনে | শিল্প, সাহিত্য ও বিনোদন পত্রিকা | © এডুলিচার