প্রিয়ার প্রতি
এখানে একদা বটবৃক্ষ ছিল, আজ সে শুধু স্মৃতি, এখানে ভালোবাসার আশা ছিল, নির্মম পরিণতি ভাগ্যের; ছায়া নেই, মায়া নেই, কান্নার শব্দ শুনি বুকের গহীনে৷ ফিরে এসো প্রিয়তমা, হোক সুমতি! আমার কবরের পরে আজ গজিয়েছে সবুজ ঘাস, সাদা সাদা ফুলে সেজেছে দেখ, শেষ শরতের কাশ; তুমি একবার এসো, তোমার নবীন প্রিয়েরআরও পড়ুন