আম্রপালী : প্রথম পরিচ্ছেদ
অপরাহ্ণ৷ দগ্ধকাঞ্চনবৎ সৌরদ্যূতি ক্রমে ম্লান হচ্ছে, দিগন্তবলয়ে আশ্রয়প্রার্থী দিনমণি৷ সারাদিনের প্রস্তুতি শেষে দিগন্তরেখার ওপারে চলে যাবে সূর্য৷ সে সময়ে শতাধিক শ্রমণকে অষ্টাঙ্গিক মার্গ শিক্ষা দিচ্ছেন ঋষি অমিতাভ৷ মঠের বহিঃদ্বারে দাঁড়িয়ে আছেন অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী এক নারী৷ দীঘলাঙ্গী, হরিণাক্ষী৷ নিম্নাক্ষীপাত হতে ঈষৎ উত্থিত৷ কপোলে মুক্তার মতো সফেদ বারিবিন্দু৷ কম্পিত অধরোষ্ঠ, স্নিগ্ধমায়াময়আরও পড়ুন