আপনিও চাইলে হতে পারেন এইদিনে ম্যাগাজিনের নিয়মিত লেখক। আজই লিখে পাঠিয়ে দিন আপনার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী বা অন্য যেকোন লেখা। লেখা পাঠাবেন — akterfarzana2015@gmail.com
বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, ৪ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯ রজব, ১৪৪২ হিজরি, বসন্তকাল। ঢাকায় এখন সকাল ১১:৩৪ মিনিট।
১৯৯১ইং সনের ১৫ জানুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের আলাদীগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মুহাম্মদ কেফায়েতুল্লাহর জন্ম। তার পিতা মৃত মৌলভী আবদুস সালাম এবং মাতা পিয়ারা বেগম। সাংবাদিকতা পেশায় বেশ সুনাম অর্জন করায় নিজ এলাকায় তিনি সাংবাদিক কেফায়েতুল্লাহ নামে সমাদৃত। ২০০৭ সাল থেকে স্থানীয় পত্রিকার সংবাদ সংগ্রহের মাধ্যমে লেখালেখির জগতে পদার্পন করেন। এরপর থেকে অদ্যাবধি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে পাক্ষিক নিঝুমদ্বীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন। মুহাম্মদ কেফায়েতুল্লাহ ২০০৭ সালে মাধ্যমিক, ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক, ২০১২ সালে স্নাতক, ২০১৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে বর্তমানে এলএলবি শেষ পর্বের ফলপ্রার্থী। কেফায়েতুল্লাহ গণ উন্নয়ন সংঘ-এ চেয়ারম্যান, বাংলাদেশ যুব কাউন্সিল-এ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আর্তনাদ ব্লাড ব্যাংক-এ প্রধান উপদেষ্টা পদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বপূর্ণ পদে যুক্ত থেকে মানবতার কল্যাণে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সমকালীন প্রসঙ্গ এবং সামাজিক, মানবিক ও নৈতিক বিষয়বস্তু নিয়ে তিনি নিয়মিত লিখে যাচ্ছেন।